ফখরুলের অনুষ্ঠানে বাধা, হরতালের ডাক

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ১৩:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সোমবার দেশব্যাপী আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি। দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ করতে পুলিশ বাধা দেয়ায় হরতাল ডাকে লেবার পার্টি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।

সোমবার সকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে হরতালের ডাক দেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান।

ইরান বলেন, দেশের সকল রাজনৈতিক দলের মত প্রকাশের অধিকার ও মানুষের ভোটাধিকার আদায়ের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ডেকেছিলাম। প্রথমে জাতীয় প্রেসক্লাবে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের সাড়া মেলেনি। পরে পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠান করতে চাইলে পুলিশ বাধা দেয়। সেজন্য মঙ্গলবার ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দেয় দলটি। নাগরিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আসার কথা ছিল।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এসপি/এমআর