‘ঢাকা প্রিমিয়ার লিগের মতো খেলো’

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ১৪:৩১ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১৪:৩৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দলের বিপর্যয়ে সপ্তম উইকেটে ইমরুলের যোগ্য সঙ্গী হয়ে উঠেন দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন। দুজন মিলে গড়েন সপ্তম উইকেটে ১২৭ রানের রেকর্ড গড়া পার্টনারশিপ।

কিন্তু এত উইকেট পড়ে যাওয়ায় শুরুতেই বেশ নার্ভাস ছিলেন সাইফ। ম্যাচ চলাকালীন বারবারই তার সঙ্গে আলোচনা করছিলেন ইমরুল। প্রথমে থিতু হয়েও পরে হাত খুলে খেলতে পেরেছিলেন সাইফউদ্দিন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ওই সময় সাইফকে ঠিক কি বলেছিলেন, যার জন্য সে এতটা আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। উত্তরে ইমরুল জানান, ওই সময়ে সাইফউদ্দিনের ভয় কাটাতেই বারবার তাকে সাহস দিচ্ছিলেন তিনি।

এই প্রসঙ্গে ইমরুল বলেন,‘আলোচনা ছিল একটু আত্মবিশ্বাস দেওয়া। আর কিছু না। উইকেটে ওই সময় একটু কঠিন ছিল। আমি বলছিলাম যে তেমন কিছু না, একদম নরমাল হচ্ছে। আমি যদি বলি যে সুইং হচ্ছে বা টার্ন হচ্ছে, তাহলে ওদের জন্য আরও কঠিন হয়ে যাবে। এজন্য বলেছি যে ঢাকা প্রিমিয়ার লিগের মতো মনে করো খেলো, কোনো সমস্যা নেই।’

তার সাহসেই ব্যাটিং বেশ উপভোগ করতে থাকেন সাইফউদ্দিন। ইমরুলকে সঙ্গ দেওয়া পাশাপাশি পেয়ে যান ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির দেখা। সংবাদ সম্মেলনে এই উঠতি তারকা প্রশংসা করতেই ভুল করেননি ইমরুল।

সাইফউদ্দিনকে প্রশংসায় ভাসিয়ে ইমরুল বলেন,‘সাইফ উদ্দিন অনেক দিন পর দলে ফিরেছে। ওই পরিস্থিতিতে যেভাবে ব্যাট করেছে, অবশ্যই ওকে কৃতিত্ব দেব। তরুণ একটা ছেলে, চাপটা খুব ভালো সামলেছে। আমি ওর সঙ্গে খেলার সময় কথা বলছিলাম অনেক। শুরুতে একটু নার্ভাস ছিল, পরে ঠিক হয়ে গেছে।’

উঠতি তরুণদের নিয়ে তিনি আরো যোগ করেন,‘এভাবে মনে হয় যে আস্তে আস্তে তরুণরা বুঝতে পারছে, যে দলের কি দরকার, কোন পরিস্থিতিতে কি করতে হয়। যখন ৫ জন থাকবে না, ওরা হয়ত তখন আরও পরিণত হবে। আরও ভালো ভাবে সামলাতে পারবে এই ধরণের পরিস্থিতি।’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এইচএ)