গাজীপুরে জিডি করতে নতুন ফরম ‘পদ্ধতি’

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮, ১৬:১৫

পুলিশের সেবা সহজতর করতে নির্ধারিত একটি ফরমে ছক পূরণ করে সাধারণ ডায়েরি (জিডি) করার নিয়ম চালু করেছে গাজীপুর মহানগর পুলিশ। এই পদ্ধতিতে সেবা গ্রহণকারীরা সহজে থানায় জিডি এন্ট্রি করতে পারবেন। এতে নাগরিকদের হয়রানি কমবে, দালালদের দৌরাত্মও আর থাকবে না বলে মনে করছেন পুলিশ কর্তৃপক্ষ।

গাজীপুরের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, প্রতিটি থানায় ডিউটি অফিসারদের কাছে ওই ফর্ম থাকবে। বিনামূল্যের ওই ফরমে নির্ধারিত ছক পূরণ করে সই দিলেই জিডির কাজ সম্পন্ন হবে।

তিনি জানান, নিয়ম কানুন জানা না থাকায় অনেকেই আগে জিডি করতে গিয়ে থানার বাইরে দালালের খপ্পরে পড়তেন। তাদের কারো কাছে অনেক সময় কাগজও থাকত না। এই সুযোগে ‘জিডি রাইটার’ নামে একটি শ্রেণিই তৈরি হয়ে গিয়েছিল, যারা অভিযোগ লিখে দেওয়ার জন্য ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিতেন।

নতুন ফরমের নির্ধারিত ছকে জিডির ব্যবস্থা চালু হওয়ায় এখন দালালদের হয়রানি থেকে নগরবাসী রেহাই পাবে এবং সময় বাঁচবে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :