কুমিল্লায় মঈনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ১৬:৩২ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১৭:০৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

টেলিভিশনের টকশো‘তে মাসুদা ভাট্টি নামের এক মহিলা  সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন সুবীর নন্দী নামে একজন আইনজীবী।

রবিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা মামলাটি সিআর হিসেবে গণ্য করে সোমবার অধিকতর শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর রাত ১২ টা ২৫ মিনিটে সংবাদভিত্তিক ৭১ টিলিভিশনের ৭১ জার্নাল প্রচারিত হবার সময় বিবাদী ব্যরিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘আপনি একজন চরিত্রহীন নারী’ বলে অপদস্ত করেন। যা বিবাদীর সম্পূর্ণ এখতিয়ার বর্হিভূত ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী। মামলায় মাসুদা ভাট্টিসহ ৫ জনকে স্বাক্ষী করা হয়েছে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ওআর