পটুয়াখালীতে ১৪ দিনে ৪০ জেলের কারাণ্ড

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ১৯:২৩

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ দিনে পটুয়াখালীতে ৪০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা মৎস্য কর্মকর্ত মে. ইকবাল হোসেন জানান, ৭ অক্টোবর থেকে রবিবার পর্যন্ত ১৬৮টি অভিযান ও ১০৮ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ দিনে বাউফল উপজেলায় ৩২ জন, সদর উপজেলায় ২ জন, মির্জাগঞ্জ উপজেলায় ১ জন ও দশমিনা উপজেলায় ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পাশাপাশি তাদের কাছ থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় ও  ১.২ মেট্রিকটন ইলিশ এবং ৬ লাখ ৬২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ইএস)