পাবনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাভারে মানববন্ধন

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ২৩:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বেসরকারি টেলিভিশনের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

সোমবার সকালে নবীগনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন প্রায় অর্ধ শত সাংবাদিক।

মানববন্ধনে সাংবাদিকরা জানান, গত ১৩ অক্টোবর বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনের উপর সন্ত্রাসী হামলা চালায় সন্ত্রাসীরা। এঘটনায় মামলা দায়েরের পরও এখন পর্যন্ত দোষীদের রহস্যজনক কারণে আটক করেনি পুলিশ। তাই অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে।

এ সময় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু ও বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ইএস)