রোগীর পেটে শতাধিক পেরেক!

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ১১:২০ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১৫:৪৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পেটে ব্যাথা ও বেশ কয়েকটি সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন এক রোগী। পরে অপারেশনের সময় তার পেট থেকে বেরিয়েছে শতাধিক পেরেক, স্ক্রু-কব্জা। এ ঘটনায় হতভম্ব হয়ে যান ডাক্তাররা। ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।

সেন্ট পিটার্স স্পেশ্যালাইজড হাসপাতালের ডাক্তার দাওয়িত টিয়ারা জানান, ৩৩ বছরের ওই রোগী বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি প্রায় ১২২টি পেরেক, চারটি পিন, একটি টুথপিক এবং ভাঙা কাচের গ্লাস খেয়ে ফেলেছিলেন। এই অসুস্থতার সময় ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন ওই রোগী। প্রায় আড়াই ঘণ্টা অপারেশন করে তার পেটের ভিতর থেকে ওই সামগ্রী বের করে আনেন চিকিত্সকরা।

ডাক্তারদের মত, জল দিয়েই বেশিরভাগ জিনিস গিলে খেয়েছেন ওই রোগী। তার ভাগ্যের জোরে প্রতি বারই প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এর জেরে বিভিন্ন ধরনের সংক্রমণের পাশাপাশি ওই রোগীর মৃত্যুও হতে পারত বলে মনে করছেন চিকিত্সকরা।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/একে