রাজশাহীতে চার টিকিট কালোবাজারির কারাদণ্ড

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ১৮:৩৯

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে চারজনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার তাদের প্রত্যেককে চারদিন করে কারাদ- দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আতাউর রহমান (২২), এজাদ হোসেন উজির (৪৫), বাপ্পি (২২) ও রানা (২৮)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। এদের মধ্যে এজাদ হোসেন উজির রেলওয়ে শ্রমিক লীগের নেতা। এর আগেও তিনি টিকিটসহ গ্রেপ্তার হয়েছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দ-প্রাপ্ত চারজনের কাছ থেকে চারটি ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে। সাজা দেওয়ার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারেও পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/ইএস