রংপুর নিউ মর্কেটে আগুন, পুড়ল ২০ দোকান

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ২১:০৯

ব্যুরো প্রধান, রংপুর

রংপুর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা বলছেন, এতে প্রায় তিন কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। মার্কেটটি ছিল ইলেক্ট্রোনিক্স সামগ্রীর।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আকস্মিকভাবে মিনি সুপার মার্কেটের পেছনে একটি ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকানে আগুন লাগে। মহূর্তের মধ্যে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মনু জানান, মার্কেটের প্রবেশপথের দুটি বিদ্যুতের খুঁটিতে প্রথম ফায়ারিং হয়। সেখানে ফায়ারিং-এর পরেই মার্কেটের একটি ভেতরে আগুন ধরে যায়। মহূর্তেও মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটটির ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হারুন জানান, প্রাথমিকভাবে আমরা জানি ২০টি দোকান পুড়ে যায়। এছাড়াও আংশিক অনেক দোকানই পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করছি তিন কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে নেয়া ইউনিটটির প্রধান সামছুজ্জামান জানান, প্রাধমিকভাবে ধারণা করছি আগুন লেগেছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)