পিকমি-যান্ত্রিকের সমঝোতা চুক্তি

মোবাইল অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পিকমি ও যান্ত্রিক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। গেল মঙ্গলবার রাজধানীর হোয়াইট প্যালেস কনভেনশন হলে প্রতিষ্ঠান দুটির মধ্যেকার বৈঠকের মাধ্যমেএই চুক্তি হয়। বাংলাদেশি কোনো রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে যান্ত্রিকের এটাই প্রথম সমঝোতা চুক্তি।
সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন, পিকমির পরিচালক মেশকাত হোসেন রাকিব এবং মোবাইল অ্যাপ নির্ভর উদ্যোগ যান্ত্রিকের চিফ অপারেটিং অফিসার বিপ্লব চন্দ্র বিশ্বাস।
পিকমির বিজনেস অপারেশন ম্যানেজার শরিফুল ইসলাম তারেক ঢাকাটাইমসকে বলেন, পিকমির রাইডাররা মেম্বারশিপ কার্ড গ্রহণের মাধ্যমে যান্ত্রিক লিমিটেডের অনুমোদিত সকল সার্ভিসিং পয়েন্ট থেকে মোটরযান সার্ভিসের ওপর ১০% ডিসকাউন্ট এবং রোড় সাইড হেল্পের ওপর ৫০% ডিসকাউন্ট পাবেন। এ চুক্তি বাস্তবায়িত হলে রাইড শেয়ারিং ইন্ড্রাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন হবে। তাছাড়া এটি পিকমি ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই রাইড ব্যবহার করতে পারবেন।
পিকমি-যান্ত্রিকের সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন, পিকমির চিফ অপারেটিং অফিসার (সিওও) অমিত চক্রবর্তী, প্রকল্প পরিচালক মোজাম্মেল হোসেন সজল, বিজনেস অপারেশন ম্যানেজার শরিফুল ইসলাম তারেক, যান্ত্রিক লিমিটেডের পরিচালক মোহাম্মদ কাওসার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল-বুখারিসহ আরো অনেকে।
(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এইচএ)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

দেশেই পাওয়া যাচ্ছে অত্যাধুনিক কনফারেন্সিং সিস্টেম

‘কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলো গ্রামীণফোন

কেটিএম মোটরসাইকেল তৈরি করবে রানার

করোনাকালে ভাইবারের ব্যবহার বেড়েছে

ডাটা সেন্টার ও ক্লাউড নেটওয়ার্কিংয়ে স্বীকৃতি পেলো হুয়াওয়ে

করোনার টিকা পেতে নিবন্ধন করবেন যেভাবে

রানারের হাত ধরে বাংলাদেশে এলো কেটিএম মোটরসাইকেল

ফ্রিল্যান্সিংয়ে আলফাডাঙ্গার আশিকের সফলতা

ফটোগ্রাফারদের প্রথম পছন্দ অপো রেনো ৫
