রূপগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ১৮:৪৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনখালী এলাকার ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মো. সফিকুল ইসলামের হস্তক্ষেপে এ বাল্য বিয়েটি বন্ধ হয়।

মেয়েটি স্থানীয় কামশাইর ইমাম ভুইয়া ক্রিয়েটিভ হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন জানান, এ বাল্যবিয়ে হওয়ার কথা ছিল। বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পান ইউএনও আবুল ফাতে মো. সফিকুল ইসলাম। পরে তিনি আব্দুল মতিনকে বাল্যবিয়ের বিষয়টি জানালে সরেজমিনে এসে বিয়ে বন্ধ করে দেন। এছাড়া মেয়েটির বাবা বাল্য বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)