রোমে চলন্ত সিঁ‌ড়ি ধসে আহত ২৫

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ১৯:১৮

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতালির রোম টার্মিনালের পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা রেপুবলিকার সাবওয়ে স্টেশনে চলন্ত সিঁড়ি ধসে পড়েছে। তাৎক্ষ‌ণিকভা‌বে জানা গেছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ আহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় অলিম্পিক স্টেডিয়ামে রোমার বিপক্ষে সিএসকেএ মস্কোর দলের ফুটবল খেলা থাকায় পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

অনেকেই জানিয়েছেন, দুটি সমান্তরাল সিঁড়িতে রাশিয়ান দলটির সমর্থকরা দলের গান গাওয়ার সাথে ধাপে ধাপে হাঁটছিল, যে কারণে মূলত চলন্ত সিঁড়ির গিয়ার ফেঁসে গিয়ে ধসে পড়ে।

দুঘটনার কয়েক মিনিটের মধ্যে চলন্ত সিঁড়ির গিয়ারে আটকে পড়া আহতদের বের করে আনেন দমকল কর্মীরা। পরে তাদের দ্রুত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করে প্রশাসন।

রোমের মেয়র রাজ্জি আহতদের ঘটনাস্থলে দেখতে আসেন এবং দুঃখ প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/সিকে/এলএ)