গজারিয়ায় ইলিশ ধরার দায়ে ১১ জেলেকে জরিমানা

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জন জেলেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আদালত। বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া উপজেলা মৎস্য অফিসার শেখ আসলাম হোসাইন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসান সাদী।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- ওয়াসিম মিয়া, সানজিদ মিয়া, চন্দ্রন বর্মন, নির্মল চন্দ্র, সুজন চন্দ্র, অনীল, সুশীল বর্মন, রাশেদ মিয়া, আহমদ আলী, সলিম উদ্দিন ও আবুল হোসেন। এ সময় জব্দ বিশ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :