রাঙামাটিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৮, ২০:২৩

পার্বত্য চট্টগ্রাম স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৮ বিলটি দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন পার্বত্য অঞ্চলের জমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পার্বত্য অঞ্চলের ভূমি অধিগ্রহণ বিলটি দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা বলেন, সরকারের প্রয়োজনে সরকার জমি অধিগ্রহণ করছে। সমতলে অধিগ্রহণকৃত জমির মূল্য ৩০০ শতাংশ প্রদান করা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে দেয়া হচ্ছে মাত্র ১৫ শতাংশ। এতে পাহাড়ের মানুষ যুগ যুগ ধরে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। এই বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নীলমনি মলিন্ডক,তাপস দেওয়ান ও কনক দেবনাথ।

পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :