সুনামগঞ্জে তিন দিনব্যাপী পথনাটক উৎসব শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৮, ২১:৪৮

সুনামগঞ্জ পৌরসভা চত্বরে তিন দিনব্যাপী এই পথনাটক উৎসব শুরু হয়েছে। ‘আলোর ভাষা পড়তে যদি পারো বাজাও তবে গাঢ় অন্ধকার’ শিরোনামে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের ৫ম পথনাটক উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার বিকাল থেকে।

পথনাটক উৎসব উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র নাদের বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সংগীত শিল্পী সন্তোষ চন্দ মন্তোষ, সাংবাদিক ও কবি শামস শামীম, অ্যাড. আবুল হোসেন, সংগঠনের দলনেতা আবিদ খান হৃদয়।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাবেক দলনেতা দেবাশীষ তালুকদার শুভ্র।

২৫, ২৬, ২৭ অক্টোবর পথনাটক উৎসবে শহরের নাটকের দলগুলোর পাশাপাশি সিলেটেরও দলগুলো অংশগ্রহণ করবে।

উৎসবের প্রথম দিন থিয়েটার মুরারিচাঁদ (সিলেট) ব্লাড টেস্ট, থিয়েটার সিলেট (সিলেট) আদিম পৃথিবীর আহবান, বন্ধন থিয়েটার (সুনামগঞ্জ) ময়নার স্বপ্ন, উদীচী নাট্য বিভাগ (সুনামগঞ্জ) ঝড় নাটক মঞ্চস্থ করবে।

২০১০ সাল থেকে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার নিয়মিত আয়োজন করে আসছে পথনাটক উৎসব।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :