‘দুর্নীতির সয়লাব করতে ডিজিটাল নিরাপত্তা আইন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৮, ২৩:৫৫
ফাইল ছবি

জনগণের মতপ্রকাশের অধিকার ভূলণ্ঠিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ‘দুর্নীতি সয়লাবে ডিজিটাল নিরাপত্তা আইন’ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে-একাংশ) আয়োজিত ‘গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল আইনের কালো ধারা’ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এই সাংবাদিক নেতা বলেন, ‘মন্ত্রী এবং আওয়ামী লীগের রাজনীতিবিদদের দুর্নীতির কথা যাতে লিখতে না পারে তাই এই আইন করা হয়েছে।’

‘ব্যারিস্টার মইনুল কালো আইনের শিকার’ উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেন যে মন্তব্য করেছেন- তাকে আমরা সমর্থন করি না; কিন্তু ব্যারিস্টার মইনুল ডিজিটাল কালো আইনের ষড়যন্ত্রের শিকার। আজকে ডা. জাফরুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে।’

‘সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে’ বলে তিনি বলেন, বাংলাদেশকে মিডিয়া শূন্য করতে চায় এই সরকার। গতকালের সিলেটের ঐক্যফ্রন্টের সমাবেশকে লাইভ দেখানোর কথা ছিল, কিন্তু তারা দেখাতে পারেনি। সাংবাদিকদের জননিরাপত্তার আইনের হুমকি দিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। আজকে মিডিয়ার ওপর প্রভাব পড়ছে। ফলে বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করছে। সরকারের শেষ অধিবেশনে সম্পাদকরা আশা করছিলেন- এই কালো আইনটি বাতিল করবে সরকার। কিন্তু তারা করেনি। তাই আমাদের রাজপথের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘ডিজিটাল কালো এই আইনকে মাথায় রেখে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং জনগণের মতপ্রকাশের অধিকারকে ভূলন্ঠিত করে যদি কোন নির্বাচন করা হয়- তাহলে জনগণ সমানভাবে রায় দিতে পারবে না।’

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। এসময় সাংবাদিক ইব্রাহিম মণ্ডলকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনী চৌধুরী বলেন, ‘সরকার ভিন্ন মতকে প্রতিহত করতে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। আজকে বাংলাদেশ ভয়ংকর পরিবেশ বিরাজ করছে। আপনারা যদি এই আইন বাতিল না করেন, তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।’

ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক শহিদুল বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন প্রস্তাব করার সময় থেকে আমরা এই আইনির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সরকার বারবার আশ্বাস দিলেও আইনটি সংশোধন হচ্ছে না। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের মুখ বন্ধ করে গণমাধ্যমকে রুদ্ধ করে সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। আইয়ুর সরকার সংবাদিকদের কন্ঠরোধ করতে চেয়েছিল, ১৯৯০ সালে স্বৈরাচারী সরকার চেয়েছিল, কিন্তু পারেনি। তাই আমরা পরিষ্কার বলছি, আমরা রাস্তায় নেমেছি আমরা কালো আইন বাতিল করে ঘরে ফিরব।’

অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ, বিএফইউজের (একাংশ) সহ-সভাপতি রুহুল আলম, সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন, সহকারী মহাসচিব আহম্মেদ মতিউর রহমান, সাবেক রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক কাফি কামাল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এমবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :