রাবিতে শের-ই বাংলার জন্মবার্ষিকী পালিত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ১৯:১৭

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হকের ১৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে শেরে-ই বাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শেরে-ই বাংলা হলের প্রাধ্যক্ষ ড. পার্থ বিপ্লব রায়।

এ সময় হল প্রাধ্যক্ষ ড. পার্থ বিপ্লব রায় বলেন, ‘শেরে-ই বাংলা এ কে ফজলুল হক শুধু বাংলাদেশ নয়, তিনি পুরো ভারতবর্ষের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখাসহ তিনি শিক্ষার ব্যবস্থার উন্নয়নে কাজ করে গেছেন সারাজীবন।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হল থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই বাংলা এ কে ফজলুল হকের ম্যুরালের সামনে এসে শেষ।

এছাড়া বাদ আসর শের-ই বাংলা এ কে ফজলুল হকের আত্মার মাগফেরাত কামনায় হল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)