পূবাইলে ঐতিহ্যবাহী লক্ষ্মী দশমী মেলা কাল

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ১৯:৪৪

গাজীপুরের পূবাইলে শত বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী দশমী মেলা শনিবার সন্ধ্যা থেকে সারারাত পূবাইল থানার (জিএমপি) ৪১নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত বৃহস্পতিবার শুরু হওয়া লক্ষ্মী পূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে রবিবার সকালে।

পূবাইল থানার হারবাঈদ, কামারগাঁও, করমতলা, নৈবাড়ি, সুরুল, ডেমরপাড়া, সাপমারা, নয়ানীপাড়া, সাতানিপাড়া, উদুর ছিকলিয়া, সমরসিংহ এলাকার প্রায় ত্রিশটি পূজামণ্ডপের প্রতিমা পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন খোলা স্থানে প্রদর্শনের জন্য রাখা হবে শনিবার রাতে। পূজারীরা পূবাইলের বিভিন্ন স্থান থেকে লক্ষ্মী প্রতিমা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিভিন্ন বাদ্য-বাজনায় ভক্তরা মাতাবেন পুরো মেলাঙ্গনে।

পূবাইল বাজার রাধামাধব কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে এবার প্রায় ১০০ বছরের এই লক্ষ্মী দশমী পালন করা মন্দির কমিটির সভাপতি গোবিন্দ পোদ্দার বলেন, বিশাল এই দশমী মেলা সফলভাবে উদযাপন করতে হলে হিন্দু মুসলিম সম্মিলিতভাবে কাজ করে ঐতিহ্য রক্ষা করতে হবে।

পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন দাস পূবাইলসহ আশপাশের সকলকে সার্বজনীন এ মেলায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানান।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :