পাকিস্তানে বন্ধ ভারতীয় সিনেমা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ০৮:৪২

পাকিস্তানে আবার বন্ধ হয়ে গেল ভারতীয় সিনেমার প্রচার। এমনকী, ভারতের কোনো টিভি সিরিয়ালও সেখানে চালানো যাবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার এমন নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বলেছে, ‘পাকিস্তানের স্থানীয় কোনো চ্যানেলে ভারতীয় কোনো সিনেমা এবং টিভি সিরিয়াল সম্প্রচার করা যাবে না।’

পাকিস্তানের চ্যানেলগুলোতে বিদেশি শো সম্প্রচার নিয়ে অ্যাপেক্স কোর্টে দায়ের করা ইউনাইটেড প্রোডিউসার অ্যাসোসিয়েশনের এক মামলার প্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিয়ে শুনানির সময় পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার বলেন, ‘আমাদের বাঁধ নির্মাণে যারা বাধা দিচ্ছে, তাদের সিনেমা ও শো’র সম্প্রচার আমরা বন্ধ করতে পারি না?’ এরপরই তিনি নিষেধাজ্ঞা আরোপ করেন।

এর আগে ২০১৬ সালে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি স্থানীয় চ্যানেলে ভারতীয় টিভি শো’র সম্প্রচার বন্ধ ঘোষনা করেছিল। বন্ধ করে দেয়া হয়েছিল এফএম রেডিও চ্যানেলের প্রচারও। পরে পাকিস্তান সরকারের তরফ থেকে কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালে লাহোর হাইকোর্টের নির্দেশে সেই নিষেদাজ্ঞা উঠে যায়।

ঢাকাটাইমস/২৮ অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :