‘ডিম খেয়ে’ নারীর মৃত্যু, চারজন অসুস্থ

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০৯:৫৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১০:১৮

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

ডিম খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন চারজন। তাদের অবস্থাও গুরুতর। খাদ্যের বিষক্রিয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে।

জানা যায়, শনিবার দুপুরে সুনীল দেবনাথ বাড়ির পাশের দোকান থেকে ডিম কিনে আনেন। রান্না করে দুপুরে ডিম দিয়ে ভাত খান তারা। বিকাল সাড়ে ৫টার দিকে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অবিরাম বমি করতে থাকেন। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে গৃহকর্তী মায়া রানী দেবনাথ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সুনীল দেবনাথ ও মিঠুন দেবনাথকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুকুমার দেবনাথ ও কলেজ ছাত্র শংকর দেবনাথ হবিগঞ্জে চিকিৎসাধীন।

হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, ডিমে ভেজাল ছিল বা খাদ্যের বিষক্রিয়ায় এমনটি হয়ে থাকতে পারে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/জেবি)