মাদারীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ১৬:১৬

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক মেহেদীর মাসহ  সাতজন আহত হয়েছেন। মেহেদী বাংলা টিভি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার স্থানীয় সাংবাদিক।

শনিবার রাতে সদর উপজেলার মস্তফাপুরে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে মেহেদীর মা সেলিনা বেগম (৪৫), আজিজুল হাওলাদার (৪০), জামিলা বেগম (৩৫), হাবিব হাওলাদার (২৫), শাখাওয়াতের (৪০) নাম জানা গেছে।

সাংবাদিক মেহেদী ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী মকবুল হোসেন হাওলাদারের সঙ্গে তার পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মকবুল তার লোকজন নিয়ে মস্তফাপুর এলাকায় তার বাড়িতে হামলা চালায়।

এতে দুই নারীসহ আহত হয়েছেন ৭জন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাংবাদিক মেহেদী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/ওআর