নির্বাচন না করলে সরকারের পরিবর্তন হবে না: এরশাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ১৬:৩৯
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচনে কে আসলো আর কে আসলো না তা আমরা পরোয়া করি না। আমরা নির্বাচনে বিশ্বাসী। তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচন না করলে সরকারের পরিবর্তন হবে না।’

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন।

জাতীয় পার্টি সবদলের অংশগ্রহনে নির্বাচন চায় জানিয়ে এরশাদ বলেন, ‘কারচুপি যেন না হয়, ভোট চুরি না হয়, তেমন নির্বাচন চাই আমরা। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে খুন, হত্যা বন্ধ হবে। গায়েবী মামলা হবে না।’

ক্ষমতা ছাড়ার পর একটি দিনও শান্তিতে থাকতে পারেননি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। শান্তি চায়। জীবনের নিরাপত্তা চায়। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এসব নিরাপত্তা দিতে পারবে।’

জাপা কো চেয়ারম্যান জি. এম. কাদের, ‘নির্বাচনকে কেন্দ্র করে দেশে চাঞ্চল্য দেখা দিয়েছে। অন্যান্য বারের মত তৎপরতা দেখা যাচ্ছে না। একটা সাংর্ঘষিক পরিস্থিতি বিরাজ করছে। একদল বলছে নির্বাচনে যাবে না। আরেক দল বলছে নির্বাচন হবেই। নিবার্চন নিয়ে সংকট। তবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। ৩০০ আসনেই প্রার্থী দিব। আমরা সুশাসনের পক্ষে আছি।’

জাপা মহাসচিব এ.বি. এম. রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টির সময়ে মানুষ নিরাপদে ছিল। খুন, গুম ছিল না। জাতীয় পার্টি বিবেকহীন কাজ করবে না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের দল ক্ষমতায় যাবে কি যাবে না, সেটা ব্যাপার নয়।’

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জিয়াউল হক মৃধা, এরশাদের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া ও ঢাকা মহানগর (উত্তর) জাতীয় পার্টির সভাপতি ফয়সাল হোসেন চিশতি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :