চুয়াডাঙ্গায় ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন ড. কামাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ১৭:১৫

বিএনপিসহ দুটি জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে ড. কামাল হোসেন নির্বাচন বানচালের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন জোট ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ রবিবার বিকালে চুয়াডাঙ্গায় নবনির্মিত ২৫০ শয্যা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমার লজ্জা হয় ড. কামাল হোসেনের জন্য। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ স্নেহভাজন ছিলেন। তার মতো একজন আইনজীবী কীভাবে দেশবিরোধীদের সঙ্গে হাত মেলাতে পারেন।’

বিএনপিকে বঙ্গবন্ধুর খুনি হিসেবে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম ড. কামালকে হুঁশিয়ার করেন, ‘জোট করেছেন ভালো কথা। ১০০টা জোট করুন কোনো সমস্যা নাই। তবে দেশে বিশৃঙ্খলা কিংবা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন না। তাহলে সরকার কঠোর হাতে তা দমন করবে।’

আগামী ১০ দিনের মধ্যে দেশে বর্তমান পরিস্থিতির বড় পরিবর্তন আসবে- ড. কামাল হোসেনের এই বক্তব্যেরও জবাব দেন ১৪ দলের সমন্বয়ক। বলেন, ‘এটি ড. কামাল হোসেনদের নিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।’

হাসপাতাল উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্তি পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। হাসপাতাল উদ্বোধনের পর বিকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে ১৪ দলের জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: গণঅধিকার পরিষদ

নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

বিশ্ব পরিস্থিতিতে দেশের সংকট সামাল দেওয়া কঠিন: ওবায়দুল কাদের 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা উত্তরে এক নেতার 'পকেট কমিটি', বলয়ে জিম্মি দক্ষিণ বিএনপি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :