সিরাজগঞ্জে ‘ভুল চিকিৎসায়’ কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ২১:১১

সিরাজগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মাসুদ রানা নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ তার পরিবারের। রবিবার সকালে সিরাজগঞ্জের বেসরকারি হাসপাতালে (মেডিনোভা) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ রানা সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী কালীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

মাসুদ রানার পরিবারের লোকজনেরা জানায়, শনিবার বিকালে বাড়ির পাশে একটি খেলার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মাসুদ রানা। খেলার এক পর্যায়ে পড়ে গিয়ে মাসুদ রানার হাত ভেঙে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ বেসরকারি হাসপাতালে (মেডিনোভা) ভর্তি করে দেয়।

রাতে তার হাতে অপারেশন করা হয়। অপারেশনের পর তার অবস্থার অবনতি হতে থাকে। রবিবার সকালে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মাসুদ রানার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হাসপাতালে কোন চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :