বিশ্বের প্রথম ফাইভ জি ফোন এলো

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ১৭:২৪

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বের প্রথম ফাইভ জি ফোন আনলো চীনের রাইজিং স্টার শাওমি। এতে থাকছে ১০ জিবি র‌্যাম এবং অধিক মেগাপিক্সেলের ক্যামেরা।

গত জুলাই মাস থেকে শাওমি মি মিক্স থ্রি ফোনটি সম্পর্কে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়। অবশেষে ফোনটি চীনের বাজারে অবমুক্ত করা হয়।

মি মিক্স থ্রি ফোনটিতে ফাইভ জি নেটওয়ার্ক সমর্থন করবে। এটি শাওমির প্রথম ফাইভ জি ফোন। এছাড়াও এতে থাকছে ১০ জিবি র‌্যাম।

ফোনটিতে আছে স্লাইডার ক্যামেরা। এর আগে অপো ফাইন্ড এক্স ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।

কিছুদিন আগে এক প্রতিবেদন মারফর জানা গিয়েছিল ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম স্টোরেজের এই ফোনের দাম হবে ৫১০ মার্কিন ডলার। ৬ জিবি র‌্যামের আরেকটি ভার্সন পাওয়া যাবে ১২৮ জিবি রম ভার্সনে। এর দাম হবে ৫৫৫ মার্কিন ডলার।

এছাড়াও ৮ জিবি র‌্যামের একটি ভার্সন মিলবে ১২৮ জিবি স্টোরেজে। এটি পাওয়া যাবে ৬০০ মার্কিন ডলারে। ৮ জিবি র‌্যামের সঙ্গে ২৫৬ জিবি রমের আরেকটি ভার্সন পাওয়া যাবে ৬৪৫ মার্কিন ডলারে।

মি মিক্স থ্রি মডেলের ফোনটিতে থাকছে স্যামসাংয়ের কিউএইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে। এই ফোনের ভেতরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। এর সেলফি ক্যামেরা হবে ২০ মেগাপিক্সেলের।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এজেড)