গ্রাম্য অাধিপত্য নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২২:৫২ | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৮, ২২:০৯

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গ্রাম্য আধিপত্যের জের ধরে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে এরশাদ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।

উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে সোমবার ৫টার দিকে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,রফিনগর ইউনিয়নের সেচন গ্রামের আমির আলী ও আবুল কালামের লোকজনের মাঝে এলাকায় আধিপত্য নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিকালে আমির আলীর গ্রুপের এরশাদকে আবুল কালাম গ্রুপের লোকজন গ্রামের পাশের রাস্তায় আটক করে। এই সংবাদ পেয়ে আমীর আলীর গ্রুপের লোকজন এরশাদকে উদ্ধার করতে গেলে একপর্যায়ে আমির আলী ও কালাম গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আমির আলীর গ্রুপের এরশাদ মিয়া ঘটনাস্থলেই নিহত হয় ও লিটন মিয়ার এক হাত কেটে ফেলে প্রতিপক্ষরা। এসময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :