ধর্মঘটের দ্বিতীয় দিনেও শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৮, ২২:৪০

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে হাসপাতালে নিয়ে যেতে না পারায় বাবার কোলেই মৃত্যু হয়েছে দুই দিনের নবজাতকের। সোমবার দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজার পয়েন্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাতে গণিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের স্ত্রী সেলিমা বেগম এক পুত্র সন্তানের জন্ম দেন। ছেলেটি জন্মের পরেই ঠান্ডাজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সোমবার দুপুরে গণিগঞ্জ বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে শিশুটিকে নিয়ে গেলে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাবার পরার্মশ দেন তিনি। এসময় গণিগঞ্জ বাজারে টহল দিচ্ছিলেন শ্রমিক ফেডারেশনের নেতারা। অসুস্থ শিশুটির বাবা ব্যক্তিগতভাবে একটি গাড়ি ম্যানেজ করে সন্তানকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে শ্রমিকরা তাকে বাধা দেন। এর কিছুক্ষণ পরেই বাবার কোলেই মারা যায় শিশুটি। মইনুল ইসলাম কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, পরিবহন শ্রমিকদের অবরোধে আমার নবজাতক মারা গেছে। আমার শিশুটির দিকেও তাদের মায়া হলো না। তারা কোন মানুষ হতে পারে না। হরতাল হলেও জরুরী রোগী পরিবহন করার সুযোগ দেয়। আর তারা আমার সন্তানটাকে মেরে ফেলল।

স্থানীয় ইউপি সদস্য কয়ছর আহমদ বলেন, পরিবহন সন্ত্রাসীদের এ নৈরাজ্য কোনভাবেই মানা যায় না। সরকারের উচিত এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া।

এর আগে রবিবার মৌলভীবাজারের বড়লেখায় পরিবহন শ্রমিকদের বাধায় আটকা পড়া অ্যাম্বুলেন্সে সাত দিনের এক কন্যা শিশু মারা যায়। দুপুর আড়াইটার দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :