সিগারেট কারখানায় দশ লাখ টাকার নকল ট্যাক্স স্ট্যাম্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৮, ১৪:০৩

রংপুরের চার সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার নকল ট্যাক্স স্ট্যাম্পসহ চারজনকে আটক করেছে সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিগারেট কোম্পানিগুলো হচ্ছে, রংপুরের স্প্যানিশ টোব্যাকো, এসভি টোব্যাকো, নিউএজ টোব্যাকো ও এসআর টোব্যাকা।

রংপুরের এ সকল সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সিগারেট প্যাকেটের ট্যাক্স স্ট্যাম্প ও ব্যান্ডরোল জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও বাজার সূত্রে জানা যায়, প্রতি দশ শলাকা প্যাকেট সিগারেটের সরকার নির্ধারিত সর্বনি¤œ মূল্য ৩৫ টাকা হলেও এসব কারখানায় উৎপাদিত সিগারেটের প্যাকেটে নকল ব্যান্ডরোল বা ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করে মাত্র দশ-বারো টাকায় সিগারেট বাজারজাত করে আসছে।

এর ফলে সরকার বিপুল রাজস্ব বঞ্চিত হচ্ছে। সরকারের ধূমপায়ী কমানোর লক্ষ্যও মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।

অভিযোগ রয়েছে, রংপুরের এসকল কারখানায় উৎপাদিত অবৈধ সিগারেট শুধু রংপুর নয় সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আর বাজারে এসকল সিগারেট পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এক্ষেত্রে বিভিন্ন আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের অভিযানের খবর আগেই অবৈধ উৎপাদনকারীদের কাছে পৌঁছে যেতো। এতে করে তারা অভিযান চালানোর আগেই সকল অবৈধ উপকরণ সরিয়ে ফেলতেন।

এসব কারণে সিআইডি অত্যন্ত দক্ষতার সাথে রবিবার একই সময়ে ৪টি কারখানায় অভিযান চালায়। অভিযানের সময় অনেকে পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়েন ৪জন। এছাড়া এসব কারখানায় ৮০ কেস নকল ট্যাক্স স্ট্যাম্প যুক্ত সিগারেট, ১৫ হাজারের অধিক নকল ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য দশ লাখ টাকারও বেশি।

অবৈধ সিগারেট উৎপাদনকারী এ চার কোম্পানির বিরুদ্ধে রংপুর সদর, গঙাচরা, কোতোয়ালি ও কিশোরগঞ্জ (নীলফামারী) থানায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :