সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৮, ২১:৪০

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট যেতে চাইলে খামারখাল ব্রিজ এলাকায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের মিছিল আটকে দেয়।

নেতাকর্মী বাধ্য হয়েই সেখানেই সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কারাবন্দি বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে যাবে না। তাকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি। অবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহার করতে হবে। না হলে গণআন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, আকবর আলী, জেলা কৃষক দলের সভাপতি আ ত ম মিসবাহ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী, ফারুক আহমদ, সেলিম উদ্দিন, নূরুল ইসলাম সাজু, আবুল কালাম, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নুর হোসেন, নাছিম উদ্দিন লালা, সোয়েব আহমদ, সাইফুল্লাহ হাসান জুনেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মানুনুর রশিদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক এ কে সোহাগ।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :