ফরিদপুরে শিক্ষা উপকরণ ও পোশাক পেল ৬৪ পরীক্ষার্থী

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ১৫:০৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারের ৬৪ পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের টেপাখোলা এলাকার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান।

সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সাইফুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, তাসফিয়া তাসরীন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সরকার প্রত্যেক শিশুর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। তারা শিশু সদনের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগ ও সহায়তাকে স্বাগত জানান।

শিক্ষা উপকরণ ও নতুন পোশাক প্রাপ্তদের  ৩৬জন  প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ২৮ জন জুনিয়র সার্টিফিকেট পরীক্ষার্থী।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/ওআর