কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ১৫:১৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী শচীন মেলা। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে নগরীর চর্থা এলাকায় শচীন দেব বর্মণের পৈত্রিক নিবাসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক  আবুল ফজল মীর।

এসময় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।  এর আগে নগরীর ইউসুফ বহুমুখী হাইস্কুল থেকে একটি র‌্যালি বের হয়ে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়।

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দীর্ঘদিন পর এই বাড়িটি শচীন প্রেমিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। মেলা উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সেমিনার ও গানের আসরসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

দুইদিন ব্যাপী আয়োজিত এ মেলায় শচীন দেব বর্মণের বিভিন্ন ছবি বাড়িতে সাঁটানো হয়েছে। এছাড়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংস্কৃতি অঙ্গণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মেলায় ১৫টি স্টল দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/ওআর