‘বাগেরহাটের চার আসনই আ.লীগকে উপহার দেব’

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ১৯:৩৭

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
শেখ হেলাল উদ্দিন (ফাইল ছবি)

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাগেরহাটবাসীর কাছে আমার একটাই আবেদন- তিনি এখানে যাকেই নৌকা প্রতীক দেবেন, আমরা তার পক্ষে কাজ করব। এখানে নৌকাই আমাদের প্রতীক, নৌকাই আমাদের প্রার্থী। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, এখানে সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে আমরা আবারও বাগেরহাটের চারটি আসনই তাকে উপহার দেব।’

বুধবার বিকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য (ম্যুরাল) নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেষ্ঠ্য সহ-সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বাগেরহাটবাসীর কাছ থেকে আদায় করা অর্থে এই ম্যুরাল নির্মিত হবে। ম্যুরাল বাস্তবায়নে থাকবে জেলা প্রশাসন।

পরে তিনি বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনের আউটার স্টেডিয়ামে নবনির্মিত কাবাডির ইনডোর উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এলএ)