চট্টগ্রামে আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যু

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৫

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে দুই শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হচ্ছে, তানিম (৩) ও রাজিয়া সুলতানা (১১)। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

চমেকের চিকিৎসকরা জানিয়েছেন, ওই পরিবারের আরও দুই সদস্যসহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন, তানিমের মা সোনিয়া আক্তার (২৫), মেয়ে মিম (১) ও প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তাদেরও শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

বুধবার সন্ধ্যায় হাটহাজারীর আমান বাজার এলাকায় তিন তলা একটি বিল্ডিংয়ে রান্নাঘরের গ্যাসলাইন বিস্ফোরণে পাঁচজন আহত হন। সম্প্রতি পরিবারটি ভাড়া নিয়ে ওই বাসায় উঠেছিলেন।

ঢাকাটাইমস/০১নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা