কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৬

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ১৮:০২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে কুমিল্লায় জেলা ও মহানগর বিএনপির করা অনশন কর্মসূচীতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এবং ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করে।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বাদুরতলা এলাকার জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচী পালনকালে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা জানান,  আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছিলাম। কিন্তু পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশ গুলি চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ‘কর্মসূচী পালনের নামে তারা সাধারণ জনগণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছিল। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে এবং ছয় জনকে আটক করা হয়েছে।’

ঢাকাটাইমস/০১ নভেম্বর/এএইচ