কামরুলকে ঢাবিতে ভর্তির জন্য সুনামগঞ্জ ডিসির সহায়তা

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ১৯:০৬

সুনামগঞ্জের এক দরিদ্রতাকে জয় করেছেন অদম্য মেধাবী কামরুল হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের মেধাক্রম ৪১০, বিভাগ- রাষ্ট্রবিজ্ঞান ভর্তির সুযোগ পান এই শিক্ষার্থী। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না কামরুল। এমন সময় তার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ দেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তির জন্য আর্থিক সহায়তা পেয়ে কামরুল হাসান আবেগে আপ্লুত হয়ে যান এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কাঠইর ইউনিয়নের উলুতুল গ্রামের শায়খুল ইসলামের ছেলে। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক। অর্থের অভাবে তার অভিভাবক তাকে ঢাকায় ভর্তি করাতে অপারগতা প্রকাশ করেন এবং তাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য বলে। কিন্তু শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে তিনি বাড়ি থেকে কাউকে না জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হন। একই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন কামরুল।

(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :