মির্জাপুরে সরকারি জমিতে সিএনজি স্টেশন, তদন্তের নির্দেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ২০:৩৭

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমিতে সিএনজি স্টেশন স্থাপনের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আব্দুল মালেক ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মো. ইব্রাহিম মিয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাওয়ার কুমারজানী মৌজায় ৪২৪ দাগের সরকারি জমিতে তথ্য গোপন করে ২০০৭ সালে মা সিএনজি ফিলিং স্টেশন স্থাপন করেন।

এ ব্যাপারে ঢাকাটাইমসসহ বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। বিষয়টি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নজরে আসলে তিনি মির্জাপুরের ইউএনও আব্দুল মালেককে ঘটনা তদন্তের নির্দেশ দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, সরকারি জমিতে সিএনজি স্টেশন স্থাপনের ঘটনাটি তদন্তে প্রমাণিত হলে পাম্প মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :