সুনামগঞ্জে লরিচাপায় একজন নিহত

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ২২:৩০

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের সদর উপজেলার হালুয়ারঘাট এলাকায় পল্লী বিদ্যুৎতের পিলার বহনকারী লরিচাপায় লড়ি চালক মোহাম্মদ আহাদ মিয়া নিহত হয়েছেন। তিনি সিলেট জেলার বালুরচর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের পিলার বহনকারী লরির পিলার নিয়ে হালুয়ারঘাট এলাকায় লোড আনলোড করার সময় লরি উল্টে চালক চাপা পড়লে ঘটনাস্থলেই নিহত হয়।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এলএ)