আবারো শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিন: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ২১:০৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশের কল্যাণে, উন্নত দেশের লক্ষ্যে শেখ হাসিনাকে আবারো সরকার গঠনের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বলেন, মানবতার মা শেখ হাসিনাকে আবারে দেশের কল্যাণে, ‘দেশের কল্যাণে, উন্নত দেশের লক্ষ্যে মানবতার মা শেখ হাসিনাকে আবারো সরকার গঠনে আমরা যেন সুযোগ দেই।’

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে শুক্রবার কঠিন চীবর দানোৎসব ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে অহিংসা পরম ধর্ম, হানাহানি কাটাকাটি নেই, জীব হত্যা নেই, জগতের সকল প্রাণি সুখী হোক। আর বাংলাদেশ হচ্ছে অসম্প্রাদিক দেশ, শান্তির দেশ। প্রতিটি ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। সকলের রক্ত, লাখো শহীদের রক্ত একাকার হয়ে মিশে গেছে। মুসলিম-হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ সকল ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার স্থপতি জাতির পিতার স্বপ্ন ছিল সকল ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সকলে মিলেমিশে এ দেশে বাস করবে। বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত। এ লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে চলেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ উন্নত হয়। কারণ আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি। জনগণের কল্যাণে কাজ করি। সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। কারণ জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। ধর্মের নাম নিয়ে কোনো সন্ত্রাসী কর্মকা- বরদাশত করা হবে না, সে যে ধর্মেরই হোক না কেন। আর ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যরে ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই। যারা এসব করে তারা ধর্মবিরোধী কাজ করে। অসাম্প্রদায়িক বাংলাদেশে যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে।’

শ্রী মহৎ ধর্ম রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল (অব.) আবু তাহের, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার, নাঙ্গলকোটের পৌর মেয়র আব্দুল মালেক, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, আলীশ^র শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের সভাপতি জ্যোতিষ সিংহ এবং আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।

(ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এলএ)