‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিন’

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৮, ২২:১২

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। দেশের এই সমৃদ্ধি ও উন্নয়নের ারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে তথা দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে।’

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু পাকিস্তানের দোষর ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য সজাগ থাকতে হবে।’

শেখ হেলাল বলেন, ‘সব ধরনের যড়যন্ত্র মোকাবেলা করে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হেলাল বলেন, ‘সামনে নির্বাচন আপনারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন, নৌকার পক্ষে ভোট চান। দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সরকার দৃঢ় চিত্তে কাজ করে যাচ্ছে। প্রয়োজনবোধে আমি নিজে মাদকাসক্তদের চিকিৎসা করাব, তবুও চিতলমারীকে মাদকমুক্ত করব।’

নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হেসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান শামীম প্রমুখ।

(ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :