কুমিল্লায় গলা টিপে স্ত্রীকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৮, ২০:৩৯

কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছেন তারা স্বামী।

শনিবার উপজেলার পূর্ব দৈয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত খালেদা ওই গ্রামের মোবারক হোসেনের মেয়ে। তার স্বামী মোজাম্মেল হোসেন রাজন (৩২) পাশের চৌদ্দগ্রাম উপজেলার সাতেশ্বর গ্রামের নুর আলমের ছেলে। এ ঘটনায় রাজনকে স্থানীয় হাসানপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শ্বশুর বাড়িতে আসেন রাজন। শনিবার সকালে পাশের বাড়ির শিশুরা পুকুর পাড়ে খালেদার মরদেহ পড়ে থাকতে দেখেন। এদিকে কাউকে না জানিয়ে রাজন পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো: আশ্রাফুল ইসলাম বলেন, রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে রাজন জানিয়েছে, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খালেদাকে গলাটিপে হত্যা করেন রাজন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খালেদার বাবা মোবারক হোসেন বাদী হয়ে মোজাম্মেল হোসেন রাজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

ঢাকাটাইমস/০৩নভেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :