পৌনে তিন কোটিতে সিংড়ায় ফুটওভার ব্রিজ

নাটোর প্রতিনিধি
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ১৯:১৮

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। ২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে নাটকের সড়ক ও জনপদ বিভাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবিবার দুপুরে ব্রিজটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় সেখানে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক উপস্থিত ছিলেন।

পরে সিংড়া পৌরসভা সংলগ্ন ডায়াবেটিস ও চক্ষু হাসপাতালের নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন করেন সাংসদ জুনাইদ আহমেদ পলক।

মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, সিংড়ার বাসস্টান্ডে এলাকায় যানজট মাঝে মাঝে এমন প্রকট হয় যে, তা নিরসনে বহুবার আমি নিজেই রাস্তায় নেমেছি। সেই সমস্যার এবার সমাধান হবে এবং পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারবে।’

ঢাকাটাইমস/৪ নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :