‘খালেদা-জামায়াতকে হালাল করাই ঐক্যফ্রন্টের মূল দাবি’

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ১৯:৫২

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ঐক্যফ্রন্টের ৭ দফার সাফ কথা হলো, বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়া, একটা অস্বাভাবিক সরকার তৈরি করা, দেশকে অচল অবস্থা তৈরি করে দেয়া, নির্বাচনের সময় নষ্ট করে দেয়া এবং বাংলাদেশে একটা অস্বাভাবিক ভুতের সরকার নাজিল করা। দ-িত খালেদা, তারেক এবং যুদ্ধাপরাধী জামায়াত কর্মীদের কারাগার থেকে মুক্ত করে আবার রাজনীতির মাঠে হালাল করে দেয়াই হচ্ছে ঐক্যফ্রন্টের মূল দাবি।’

রবিবার বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাজারে জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্ট যাই করুক বাংলাদেশকে রক্ষা করতে হলে, সামনের দিকে এগিতে হলে ডিসেম্বর মাসেই নির্বাচন করতে হবে। সকল বিভেদ ভুলে শেখ হাসিনার মনোনীত বা মহাজোটের প্রার্থীদের বিজয় করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সাত দফা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সংবিধানের কোন পাতায় কোন ছন্দে নিরপেক্ষ সরকারের কথা বলা হয়েছে। তারা সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চেয়েছে, পৃথিবীর কোন দেশে গণতন্ত্রে বন্ধুকের নল হাতে তাদের বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে! এসব প্রশ্নের উত্তর বিএনপি নেতা ও কামাল সাহেবরা দেবেন প্রত্যাশা করি।’

ইনু বলেন, ‘রাজনীতির বালিশ বালিশ খেলা বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন হবে না। মুক্তিযুদ্ধের বিকল্প জামায়াত না। শেখ হাসিনার বিকল্প খালেদা জিয়া না। রাজাকারেরর সরকার আর মুক্তিযোদ্ধার সরকার এক না। খালেদা তারেককে ক্ষমতার বাইরে রাখতে হবে। যদি আগামী পাঁচ বছর বিদুতের আলোতে ঘুমাতে চান ও পাকা রাস্তা পরিষ্কার রাখতে চান- তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকুন।

শিবালয় উপজেলা জাসদের সভাপতি কেএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন খান, সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, জেলা জাসদের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম বাদশা, ঘিওর উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম, শিবালয় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :