গফরগাঁওয়ে প্রতিবন্ধীকে ধর্ষণ, মামলা

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ১৩:২০

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ, ঢাকাটাইমস

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধষর্ণের অভিযোগে মামলা হয়েছে। উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা আ. সাত্তার রবিবার রাত ১০টার দিকে গফরগাঁও থানায় একটি মামলা করেছেন।

এলাকাবাসী, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধীর বাবা একজন দিন মজুর। গত ২ নভেম্বর ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকালে বাড়ি থেকে বের হন তিনি। তার মা দুপুর ১টার দিকে প্রতিদিনের মতো বাড়ির অদূরে ব্রহ্মপুত্র নদের পাড়ে লাউক্ষেত দেখতে যান।

এ সুযোগে একই এলাকার লম্পট তিন সন্তানের বাবা রতন মিয়া (৪১) প্রতিবন্ধী কিশোরীকে একা  পেয়ে ধর্ষণ করেন। পরে প্রতিবন্ধী ওই কিশোরীকে ভয়ভীতির পাশাপাশি এ ঘটনা কাউকে জানালে জীবনে মেরে ফেলার হুমকি দেন।

ঘটনার পর ধর্ষিতার মা বাড়িতে বাড়িতে এলে বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বসলেও তাতে  অভিযুক্ত ধর্ষক হাজির হননি।  নিরুপায় হয়ে ধর্ষিতার বাবা বাদি হয়ে রবিবার রাতে গফরগাঁও থানায় রতনকে আসামি করে মামলা দায়ের করেন। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বলেন, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি ধর্ষককে ধরতে পুলিশ কাজ করছে।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ওআর