নান্দাইলে তারেককে ‘বন্ধু’ পরিচয়ে মনোনয়ন প্রত্যাশীর পোস্টার

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৮, ১৪:৩৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘বন্ধু’ পরিচয় দিয়ে নান্দাইলে এক মনোনয়ন প্রত্যাশীর নামে পোস্টার সাঁটানো হয়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপিতে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। ইয়াসের খান চৌধুরীর নামে এ পোস্টার সাঁটানো হলেও তিনি বলছেন, তাকে বির্তকিত করতে তার প্রতিপক্ষরা এ পোস্টার সাঁটিয়েছেন।

রঙিন ছবি সংবলিত এই পোস্টারে লেখা রয়েছে ‘তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। নান্দাইলের উন্নয়নে তারেক রহমানের বন্ধু তথ্যপ্রযুক্তি বৈজ্ঞানিক ইয়াসের খান চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চাই। প্রচারে নান্দাইল উপজেলা, পৌর যুবদল ও ছাত্রদল।’

রবিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এমন পোস্টার স্থানীয় নেতা-কর্মীদের নজরে এলে দলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ বিষয়ে বিএনপি নেতা তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান ঢাকাটাইমসকে বলেন, ‘তারেক রহমানের বন্ধু পরিচয়ে সাঁটানো পোস্টারটি তার নয়। আমি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। পোস্টার করে নেতাকে অসম্মান করার মতো মানুষ আমি নই। বিষয়টি অনুসন্ধানের জন্য আমি আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।’

তিনি অভিযোগ করেন, ‘স্থানীয় বিএনপির রাজনীতিতে যাদের কোনো অস্তিত্ব নেই ও যারা আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না তারাই এ অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। বিষয়টি দলীয় হাইকমান্ডকে ইতোমধ্যে অবগত করা হয়েছে। ’

নান্দাইল পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে এমন অপপ্রচারের ঘটনায় আমরা ধিক্কার জানাই। আন্দোলনে মাঠের কর্মীদের মনোবল দুর্বল করতে এ পোস্টার সাঁটানো হয়েছে বলে তিনি মনে করেন।’

ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :