সুনামগঞ্জে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৮, ২২:২১

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় সুমিতা রানী গোপ নামে শিক্ষার্থী পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছেন। তিনি পৌর শহরের যাত্রাপাশা এলাকার অমূল্যে গোপের মেয়ে।

মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্কুলছাত্রীর পরিবারের লোকজন জানান, জেলার জগন্নাথপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের যাত্রাপাশা এলাকার দরিদ্র অমূল্য গোপের মেয়ে উপজেলার আব্দুস সোবহান হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী সুমিতা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে টেস্ট পরীক্ষায় অংশ নেয়। গত রবিবার ফলাফল প্রকাশিত হলে এতে সে ফেল করে। এ কারণে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। গত বছরও পরীক্ষায় ফেল করে। দুই দুইবার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে মনের দুঃখে পরিবারের লোকজনের অগোচরে সোমবার রাতের কোন এক সময় সবার অগোচরে বসতঘরের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকে। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য বিভাগের কমর্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)