পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৮, ১০:৫৮
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বন্ধ থাকা ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল পৌনে নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এই রুটে প্রথমবার ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝপদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে পাঁচটি ফেরি আটকা পড়েছিল। কুয়াশা কমে গেলে দিবাগত রাত দুইটার দিকে ফেরি চলাচল শুরু হয়। চার ঘণ্টা পর আবার ঘন কুয়াশার কারণে ভোর ছয়টার দিকে ফের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় ঘাট থেকে ছেড়ে আসা যানবাহনবোঝাই চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। পরে কুয়াশা কাটলে পৌনে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকাটাইমস/৭নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :