পুলিশের ৪ অতিরিক্ত আইজিপি ও ১৩ ডিআইজি পদে পদোন্নতি

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ১২:১২ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১২:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি, গ্রেড-৩ পদে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (রেক্টর, অতিরিক্ত আইজিপি’র চলতি দায়িত্বে, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) রৌশন আরা বেগম, এনএসআই এর পরিচালক মেজবাহ উদ্দিন, টিঅ্যান্ডআইএম এর অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ইকবাল বাহার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশাররফ হোসেন।

অন্যদিকে ডিআইজি গ্রেড-৩ পদে পদোন্নতিপ্রাপ্ত ১৩ পুলিশ কর্মকর্তা হলেন- র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. ময়নুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম এস এম রোকন উদ্দিন, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী মাসুদুর রহমান ভূঞা, এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে) তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (টিএন্ডআইএম) নজরুল ইসলাম, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি চলতি দায়িত্বে) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয় চট্টগ্রাম কুসুম দেওয়ান, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) বশির আহম্মদ, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) হাবিবুর রহমান, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) মো. আনোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) এ কে এম হাফিজ আক্তার, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) খ. মহিদ উদ্দিন ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ।

ঢাকাটাইমস/৭নভেম্বর/এমএম/এমআর