রাজিব-মিমের তিন সহপাঠীর সাক্ষ্য গ্রহণ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ১৯:৪৭

আদালত প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর মামলায় আরও তিন সহপাঠীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে আদালত।

বৃহস্পতিবার সাক্ষ্য দেওয়া ওই সহপাঠীরা হলেন, ওই কলেজের শিক্ষার্থী মো. রাহাত, ইমন চৌধুরী ও সজীব শেখ।
ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাদের সাক্ষ্য গ্রহণের পর ১১ নভেম্বর  অপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন।সাক্ষ্য গ্রহণকালে কারাগারে থাকা আসামি জাবালে নূরের ঘাতক বাসের মালিক মো. শাহাদাত হোসেন আকন্দ, চালক মাসুম বিল্লাহ, সহকারী মো. এনায়েত হোসেন ও চালক মো. জোবায়ের সুমনকে আদালতে হাজির করা হয়। মামলার অপর দুই আসামি বাস মালিক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী মো. আসাদ কাজী পলাতক রয়েছেন।
এনিয়ে মামলাটিতে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

মামলায় গত ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ।

গত ২৯ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব বাসচাপায় মারা যায়। পরে মিমের বাবা জাহাঙ্গীর আলম ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করেন।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/আরজেড/জেবি)