১০০ বছরেও বদলায়নি ব্লেডের নকশা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ২১:২০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

চুল-দাড়ি থেকে নখ কাটা বা পেন্সিল ছোলাÍ নানা কাজে ব্লেডের ব্যবহার চলে আসছে বহু কাল থেকেই। কিন্তু ভেবে দেখেছেন কি, যে সংস্থার তৈরি ব্লেডই ব্যবহার করুন না কেন, তার আকার কেন একই হয়?

এই কারণ জানতে গেলে জেনে নিতে হবে ব্লেড তৈরির ইতিহাস। ১৯০১ সালে আমেরিকায় ব্যবসা শুরু করে ব্লেড প্রস্তুতকারী সংস্থা জিলেট। ১৯০৪ সালে এই সংস্থার তৈরি ‘কিং ক্যাম্প’ বিভাগের ব্লেড বেশ জনপ্রিয়তা অর্জন করে। এরপর ব্লেডের ব্যবসায় আর পিছন ফিরে তাকাতে হয়নি জিলেটকে। আধুনিক যুগে সারা পৃথিবী জুড়ে অনেক সংস্থাই সাধারণ কাজে ব্যবহারের জন্য ব্লেড প্রস্তুত করে। কিন্তু প্রত্যেকেই ওই পুরনো নকশা মেনেই তৈরি করেন ব্লেড।

আনন্দবাজার জানায়, জিলেটের পুরনো নকশার ব্লেড প্রস্তুতের ইতিহাসের দিকে চোখ রাখলে জানা যায়, তৎকালীন সময়ে ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানোর জন্য যে স্ক্রু ও নাট-বল্টু ব্যবহৃত হত, তার মাপ ও আকৃতি মেনে এবং ব্লেডকে রেজারের সঙ্গে আটকে রাখার ক্ষমতার কথা মাথায় রেখেই ব্লেডের নকশা প্রথম তৈরি হয়।

আজকাল শেভিং ব্লেড হিসাবে নতুন কিছু প্রযুক্তির ব্লেড বাজারে এলেও পুরনো ব্লেড ব্যবহার করেন পৃথিবীর অনেক মানুষ। তাদের কথা মাথায় রেখে ১০০ বছর পরেও ব্লেডেরনকশায় বদল আনেনি কোনও সংস্থা। বরং আধুনিক পছন্দকে মাথায় রেখে নতুন নকশার রেজার ও ব্লেড বাজারজাত করেছে। তবু পুরনো ব্লেডের নকশায় হাত পড়েনি।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এসআই)