তিন সপ্তাহ মাঠের বাইরে কুতিনহো

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ২১:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিল ও বার্সেলোনা ফুটবল তারকা ফিলিপে কুতিনহো। কুতিনহোর মেডিকেল পরীক্ষার পর বৃহস্পতিবার বার্সেলোনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে পুরো সময় খেলেছিলেন কুতিনহো। কিন্তু এই ম্যাচেই বাঁ পায়ে চোট পেয়েছিলেন তিনি।

কুতিনহো যদি দ্রুত সেরে না ওঠেন তাহলে তাকে আর নভেম্বরে মাঠে নামতে দেখা যাবে না। আগামী রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে কুতিনহোকে পাবে না বার্সেলোনা।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামী ১৬ নভেম্বর উরগুয়ে ও ২০ নভেম্বর ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচেও কুতিনহোকে খেলতে দেখা যাবে না। যদি আগামী দুই সপ্তাহের মধ্যে কুতিনহো সেরে উঠতে পারেন তাহলে তাকে আগামী ২৪ নভেম্বর অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে।

(ঢাকাটাইমস/৮ নভেম্বর/এসইউএল)